সূচীপত্র

রবিবার, মার্চ ০৪, ২০১৮

ধানি জমিতে ভুট্টার চাষ

ধরেন, কোন জমিতে ধান ভাল হয়। যুগ যুগ ধরে কৃষকেরা ধান ফলাইতেছে। এই ধান ফলাইয়া, ভাত খাইয়া তারা যুগের পর যুগ সুখে আছে, শান্তিতে আছে। আপনে কোনখান থেকে কমদামে ভুট্টার বিছন আনলেন। আপনের উদ্দেশ্য কৃষকদের কাছে বেশি দামে ভুট্টার বিছন বেচা। আপনি করলেন কি, কৃষকদের কয়েকটা নাবালক ছেলেকে ফুসলাইয়া ভুট্টা চাষের মোটিভেশন দিলেন। ওরা তো না বুইঝা গিয়া ওদের বাপ ভাইদের সাথে গন্ডগোল লাগাইয়া দিল। মনের দুঃখে বুড়া বাপে তার ছেলেমেয়েদের মধ্যে জমি ভাগ কইরা দিয়া অবসর নিল এবং নিরুপায় অসহায় বাপ অযত্ন অবহেলায় গত হইল।
এইভাবে আপনি আপনার ব্যবসায়িক স্বার্থে একটি সুন্দর প্রজন্মের মধ্যে ভাঙন ধরাইলেন। ওরা নিজেদের মধ্যে যুগ যুগ ধরে ঠ্যাঙাঠেঙি অব্যাহত রাখল আর আপনি এবং আপনের সাঙ্গপাঙ্গ নিয়া ব্যবসা চালাইয়া যাইতে থাকিলেন।
এই অবুঝগুলা কোনদিনও বুঝল না যে এ জমি ধানি জমি, ভুট্টা চাষের উপযোগী নয়। এভাবে একপক্ষ ধান, একপক্ষ ভুট্টা বলিয়া ঠ্যাঙাঠেঙি চালাইয়া যাইতে থাকিল।
হায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন