সূচীপত্র

সোমবার, এপ্রিল ২৭, ২০২০

মানুষকে ঐক্যবদ্ধ করার এক এবং একমাত্র মাধ্যম হল- 'চেতনা।'

মানুষকে ঐক্যবদ্ধ করার এক এবং একমাত্র মাধ্যম হল- 'চেতনা।'
একই সাথে মানুষ সাধারণত পারস্পরিক সংঘর্ষ নাই এরকম ভিন্ন ভিন্ন চেতনা লালন করে।
আমি দেখেছি যে, এই বাংলাদেশে সাধারণ মানুষ প্রধানতম যে চেতনা লালন করে তা হল- 'ধর্মীয় চেতনা।'
ধর্ম পালন করুক কিংবা না করুক, ধর্মীয় বিধান সঠিকভাবে মানুক কিংবা ভুলভাবে মানুক, 'বিশ্বাস' এর জায়গায় কোন ছাড় নাই।
রাজনৈতিক চেতনা এখানে 'সাধারণত' 'মাঝারি মানের চেতনা।'
সাধারণত 'প্রধানতম' চেতনা যদি 'মাঝারি' কোন চেতনা দ্বারা ক্রমাগত আক্রান্ত হতে থাকে, তবে মাঝারি চেতনাগুলি ক্রমে ক্রমে নিঃশেষ হতে থাকে কিংবা স্থানান্তর হতে থাকে।
গণমানুষ থেকে এই 'মাঝারি' চেতনা যে কোন কারণে কোন রাজনৈতিক গোষ্ঠী যদি নিঃশেষ হতে দিতে থাকে তবে এটা তাদের জন্য শংকার।
প্রত্যেক রাজনৈতিক দলই বিশেষ বিশেষ 'চেতনা'র উপর প্রতিষ্ঠিত। তাদের এই 'বিশেষ চেতনা' যদি অসাবধানবশতঃ কখনও গণমানুষের 'প্রধানতম চেতনাকে' আক্রান্ত করে বসে তবে গোটা রাজনৈতিক দলই ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন