সূচীপত্র

রবিবার, জুন ০৩, ২০১৮

প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য

পিতা আর মাতাকে ডাস্টবিনে ফেলাইয়া দিয়া আসিবো আমরা
কিংবা বৃদ্ধাশ্রমে রাখিয়া আসিবো নিরাপদে!
সেল্ফ হইতে কাফকা কিংবা কামু পাড়িয়া পড়িতে বসিব শান্তিতে
অথবা মার্ক্স পড়িতে পড়িতে ঘুমাইয়া পড়িবার আগে
নরম হাতের চা কিংবা কফি হাতে খাড়াইয়া রবে কেউ!
আহা! আমি কি রোমান্টিক হইয়া পড়িব? না।
বরং উত্তপ্ত দ্রোহের আগুন জ্বলিবে আমার বুকে!
সাম্য আর প্রগতির আগুন ঝরানো কথা কইবো আমি আজ!
রক্তলাল চোখে চিৎকার দিয়া উঠিব আমি!
জ্বালাময়ী কন্ঠে কইবো- ‘প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন