সূচীপত্র

বুধবার, আগস্ট ১৪, ২০১৯

হে বঙ্গবন্ধু!

হে বঙ্গবন্ধু, তোমাকে বড় অসময়ে চলে যেতে হয়েছে। শকুনের দল তোমাকে বাঁচতে দেয়নি। আহ্!
কারণ কী জানো?
তুমি থাকলে দেশটাকে ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়ার সাহস কারো ছিল না। যে শকুনেরা তোমার তর্জনী আর দরাজ গলার হুঙ্কারে লুকিয়ে ছিল কোণায়, কাঞ্চিতে, গর্তে তারা কী জেগে ওঠে নাই ফের এখানে, সেখানে? গোপনে, প্রকাশ্যে? শত্রু এবং বন্ধুর বেশে?
হে গরীবের বন্ধু, হে মজলুমের আশ্রয়, তুমি কি জানো, নীতিভ্রষ্ট, জুলুমবাজ, দুর্নীতিবাজ, চামবাজ, তৈলবাজ, মজুতদারেরা গিলে খেতে চায় তোমার সোনার বাংলাদেশকে।
ত্রিশ লক্ষ শহীদের রক্ত, তোমার অবর্ণনীয় কষ্ট, বন্দীত্ব, ত্যাগ সব কি বৃথা যাবে, হে বঙ্গবন্ধু?
যাবে না। যেতে পারে না। সৃষ্টিকর্তা সকল কষ্টের রিটার্ন দেন। একদিন না একদিন তোমার আদর্শ, চিন্তা, পরিকল্পনা কেউ না কেউ বাস্তবায়ন করবেই। করবেই।
সকল অন্যায়, অবিচারকে শক্ত ও কঠোর হাতে দমন করতে, তোমার তর্জনী, তোমার গর্জন, তোমার সাহস, তোমার দেশপ্রেম, তোমার পরিপূর্ণ আদর্শ নিয়ে খাড়াবেই কেউ না কেউ সকল অন্যায় আর অসত্যের সম্মুখে। তীব্র সাহস আর দুর্বিনীত ক্ষিপ্রতার সাথে। একে একে গুড়িয়ে দেবে সকল অন্যায়, অসত্য, সিন্ডিকেট। একে একে বিনাশ করে দেবে দেশদ্রোহীদের সকল বাথান, চিরতরে।
হে বাঙালি জাতির জনক, কষ্ট নিও না। শান্তিতে থেকো। পরম করুণাময় তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন