সূচীপত্র

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯

সঙ্গীত হল ধ্যান।

সঙ্গীত হল ধ্যান।
ডিস্টিউন্ড পরিবেশ, প্রতিবেশ এই ধ্যান ভঙ্গ করে।
পরিশুদ্ধ আত্মিক অবস্থানে না থাকলে সুরের সাধনা হয় না।
দূষিত আত্মা হতে সুর সৃষ্টি হয় না।
যারা সুরের ধ্যানে থাকে, ডিস্টিউন্ড পরিবেশ, দূষিত আত্মা থেকে তাদেরকে দূরে থাকতে হয়। নয়ত আত্মা বাজেভাবে আক্রান্ত হয়, বিক্ষিপ্ত, সংক্ষুব্ধ হয়ে পড়ে।
অধিকাংশ শিল্পই সুর আর ছন্দের খেলা। কবিতা, কথাসাহিত্য থেকে শুরু করে চলচ্চিত্র পর্যন্ত সবকিছুতেই তাল থাকে। চিন্তায়ও ছন্দ থাকে। নিরবিচ্ছিন্ন টিউন থাকে। নিরবতাও সুর। ক্ষুদ্র ক্ষুদ্র, খন্ড খন্ড নিরবতাকে সাঙ্গীতিক ভাষায় বলে 'রেষ্ট।'
Silence must be heard.
সুরের সাধনা যারা করে চেতনে, অবচেতনে তারা আমৃত্যু সুরে ডুবে থাকে।
অসুর আত্মারা এই ধ্যানের রহস্য কোনদিন জানে না, বোঝে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন