সূচীপত্র

রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৯

ভায়োলিনের সুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (আমার বিশ্ববিদ্যালয়) আ ফ ম কামাল উদ্দিন হলে প্রথম বর্ষে ১১৩ নম্বর রুমে থাকতাম। ক্যাসেট প্লেয়ারে পিয়ানো, ভায়োলিন, স্যাক্সোফোন এসব শুনতাম। অনেকে মনে করতো আমি খুব দুঃখী। একদিন এক বড় ভাই বললেন- মিন্টু, তোমার এত দুঃখ কিসের, ভাই?
আমি বললাম- কেন ভাই?
-এই যে এই সমস্ত মিউজিক বাজাও। কেমন একটা বিষাদময় অবসেশন তৈরি হয়। মাঝে মাঝে তো আমিও কেমন বিষন্ন হয়ে যাই।
- সরি, ভাই।
- এখন থেকে আনন্দের গানও বাজাইও।
- জ্বী, ভাই।
- তুমি খুব ভাল ছেলে গো, মিন্টু।
- থ্যাংক ইউ, ভাই। আপনিও ভাল।
খানিক আগে বাসার আশপাশ থেকে ভায়োলিনের শব্দ ভেসে আসছিল। কেমন বিষন্ন, মায়াময়, সুন্দর!
ওটা শুনে আমার সেদিনের কথা মনে পড়ল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন