সূচীপত্র

বুধবার, অক্টোবর ১৯, ২০১৬

আলো আসিবার কি ঠ্যাকা?

মিন্টু শাহজাদা

কথা কবেনাকো কেউ।
মাঘ মাসের শীত আসিতেছে ধেয়ে
লেপ মুড়ি দিয়ে রবে সব
কথা কবেনাকো কেউ।

যেদিন সরিয়া গিয়াছিল আলো,
ঘন কুয়াশার বেড়া দিয়াছিল কাল,
উলঙ্গ দু-তিনটি মুরগীর ছাও
কেঁদে উঠেছিল সেদিন, অকৃতজ্ঞ মানুষেদের সাথে।
কি ঠ্যাকা তার? সেধে সেধে আসিবার?
বার বার ঘন কুয়াশার বেড়া ভাঙিবার শক্তি
ক্ষয় করিয়া কী লাভ? আলো আসিবার পরে
মানুষেরা ভুলে ভুলে যাবে অন্ধকার; খেয়া ঘাটের ধারে!

এইখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে রবে মানুষেরা।
মরুভুমির ধুলার মধ্যে গড়াগড়ি খাবে সব
অন্ধকারে; কথা কবেনাকো কেউ।
শিলাবৃষ্টি হবেনাকো আর, মরুঝড়ে ছেয়ে যাবে পৃথিবী।
চিকন ধুলোর কিচকিচানি, চোখে, মুখে, দাঁতে, ফুসফুসে!
সেধে সেধে বার বার, আলো আসিবেনা বলে
শুকিয়ে মরে যাবে সবুজ পাতার গাছ!
আকাশের তারাগুলি কই? নিভে গেছে আজ।
মুরগির ছাওগুলিও মরিয়াছে মানুষেদের সাথে;
বেঁচে আছে কেবল অদ্ভূতুড়ে গিরগিটি, একা।
বার বার ঘন কুয়াশার বেড়া ভাঙিয়া
কৃতঘ্ন পৃথিবীতে আলো আসিবার কি ঠ্যাকা?
  


২৬/০৯/২০১৬

মোহাম্মদপুর, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন