সূচীপত্র

রবিবার, আগস্ট ২৮, ২০১৬

গাধার বেসাতি


     মিন্টু শাহজাদা


আমাদের আত্মীয়গণ এসেছিল হাটে,
অনুভব করে ঘোড়ার নিরুত্তেজ চাহনি!
পুরনো; মরা ঘোড়ার বদলে নতুন ঘোড়ার
বেসাতি জমে উঠেছে বলে!
ঘোড়া? নাকি একপাল গাধা?
নতুন গাধাগুলো বাঁধা রয়েছিল
হাটের খুটির সাথে অবহেলে, গভীর বিস্ময়ে!
গাধাদের হাট জমে উঠেছে আজ
কুকুরের উৎসাহে। বোরাক হয়েছে বন্দি;
একে একে কুকুরেরা আসিতেছে বলে
মহাকাল থমকে গেল বুঝি! অপেক্ষায় রয়েছে
কোথাও নিস্তব্ধ সময়, জোছনা আসবে বলে।


আত্মীয়গণ এসেছিল হাটে
নতুন ঘোড়ার বেসাতি জমে উঠেছে বলে
ঘোড়া? নাকি একপাল গাধা?
হায় টগবগে ঘোড়া! মূমুর্ষূ হলে পরে
কী দাম আছে বাজারে?


একদিন এই ময়দান দীঘির জমিনে
আওয়াজ বেজেছিল খুড়ে; প্রান্তরের বাতাসে
শা শা শব্দের সাথে মিলে যেত ধুলির কুন্ডলী
অনায়াসে; তীব্র গতিতে অস্পস্ট হত জনস্রোত
দীঘি, ময়দান, শা শা শব্দের সাথে যেত মিলে!


আমাদের আত্মীয়গণ এসেছিল হাটে,
অনুভব করে ঘোড়ার নিরুত্তেজ চাহনি!
পুরনো; মরা ঘোড়ার বদলে
একপাল গাধার বেসাতি জমে উঠেছিল বলে!

                                               ২৮/০৮/২০১৬
                                               মোহাম্মদপুর, ঢাকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন