সূচীপত্র

বুধবার, নভেম্বর ৩০, ২০১৬

সূচিতাকে ভালবাসি আমি

      মিন্টু শাহজাদা

সূচিতাকে দেখিনা বহুদিন।
হেমন্তের কচি ঘাসের মত সূচিতার মন,
প্রেম আটকে গেছে নরম মাটির ভেতর।
সূচিতাকে ভালবাসি আমি।

আবহমান কাল ধরে ভালবাসা বেঁচে আছে।
আমিও বেঁচে আছি বহুদিন! তবুও
আকাশ অন্ধকার হলে সূচিতার সিঁথিতে প্রেম,
ঘাসের ওপর বেঁচে থাকা শিশিরের মতোন
অদ্ভূত সুন্দরভাবে বিশুদ্ধ হয়ে আসে জীবন;
সূচিতাকে আমি ভালবাসি।

পৃথিবীতে শ্রান্ত দিনের শেষে
বিশুদ্ধ অতীত ফিরে আসে ঘরে।
আমিও বেঁচে থাকি একা, মানুষের ভেতর!
সূচিতার চোখের কোণে জল, প্রেম, ঘ্রাণ
আবছা হতে হতে নিভে যায় ঘুমিয়ে যাবার পর।
সূচিতা আমাকে ভালবাসে।

৩০/১১/২০১৬

মোহাম্মদপুর, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন