সূচীপত্র

রবিবার, ডিসেম্বর ০৪, ২০১৬

মাতম করিবার মানুষগুলি কই?


মিন্টু শাহজাদা

কোথাও কোন সাড়া শব্দ নেই।
পচা পচা লাশেদের ক্লান্ত নীরবতা।
ঘরের ভেতরে রক্ত খাতেছে সব পিঁপড়ের দল,
কালচে রক্তের দলা শুকিয়ে যাবার আগে।
পাড়া গাঁয়ে মানুষেদের ঘুম নেই,
ঘুম পাড়িতেছে কেবল ঝোপের ভেতরে
গলাকাটা নারীদের উলঙ্গ সম্ভ্রম!

পৃথিবীতে এইখানে সব মানুষের জন্য মাটি নেই!
গলিত লাশের মিছিলে মাটিরাও ভয় পেতেছে সব,
দু:খিত নদীদের রক্তাক্ত কিনারে।
আধমরা মানুষেদের নাও ভিড়িবার জায়গা নেই!
এইসব মানুষের তরে তবে কোন সে মাটি?
মাটি পাইবে তবে, ছিন্নভিন্ন লাশ হইবার পর,
মড়া ফেলিবার জীবাণুদের ভাগাড়ে।

মানুষেরাও মরিতেছে বলে, পৃথিবীতে শকুনীদের উৎসব!
উৎসব আসিতেছে রোজ, রক্তের হোলি খেলা হয়ে!
মাতম করিবার মানুষগুলি কই? তাহারা ক্লান্ত!
দিনে দিনে একদিন, তাহাদের ক্লান্তিও ঘুচে যাবে,
নির্মম, নিরব তৃপ্তি অভিশপ্ত হয়ে, মাতম করিবে ফের,
লাখে লাখে স্বজনেরা মরিবার পরে।


০৪/১২/২০১৬

মোহাম্মদপুর, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন