সূচীপত্র

সোমবার, ফেব্রুয়ারী ১৩, ২০১৭

শুভমিতা খবর নিও না আর


মিন্টু শাহজাদা

শুভমিতা খবর নিও না আর
আমিও খবর হয়ে যাব একদিন!
যে গান গেয়েছিলাম শুকনো বাতাসে বুকভরে
তার প্রয়োজন ফুরোলে আর কোনদিন খবর নিওনা।

উষ্ণ ফাল্গুনে আমার শরীরেও শীত আসে, শুভমিতা!
গভীর রাতে জ্বর ওঠে, বুকের ব্যথার ঝড় ওঠে!
আমাদের পায়ে পায়ে চলে গেছে যে দিন
চলে যাক। যেতে দাও। খবর নিও না।

যতদিন বেঁচে আছি অদ্ভুত বিড়ালের মতোন নিরবে
ঘোর ভেঙে গেলে আমিও মিলিয়ে যাব রংধনুর সাথে।
এই পৃথিবীর আলো, পাহাড়ের খেলা শেষ হবে,
তবুও স্মিত হেসে মরণের স্তব্ধতাকে শুষে নেব আমি।
বিণিদ্র রাত্রি শেষ হবার পর, আমিও খবর হব
শুকনো বাতাসে। বুকভরা গান মিলিয়ে যাবার পর
আর কোনদিন খবর নিও না।

১৩ ফেব্রুয়ারি ২০১৭, মোহাম্মদপুর, ঢাকা।



                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন