সূচীপত্র

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৪, ২০১৭

তোমাকে আমি ভালবাসি, সুচরিতা!


মিন্টু শাহজাদা

সুচরিতা, আমাদের ঘর হয়েছে আজ।
নক্ষত্রের আকাশে অবিস্মরণীয় ফুলগুলো
জোছনা হতেছে শতাব্দীর পর শতাব্দী!
পৃথিবীকে জীবনের মতো করে পাইবার সাধ
জাগিতেছে নিমগ্ন মৌমাছির মতোন।
তোমাকে আমি ভালবাসি, সুচরিতা!

অপরাহ্নের মতো দিন চলে যাবে জানি।
তবুও, আকাশ হতে ঘরছাড়া গান বারংবার
ভাসিয়া আসিবে তোমার নিস্পাপ চোখে মুখে,
আমার হারিয়ে যাওয়া উদ্দাম শৈশব হয়ে!

আমাদের প্রাণ ফাল্গুনের চাঁদ হতেছে, সুচরিতা!
ইতিহাসের সমস্ত কাল অধিগত হবার পর
নিত্যমৃতদের স্রোত উপেক্ষা করে নক্ষত্রালোকের
মতোন আমরাও কালে কালে মিলিত হবো ফের

এ পৃথিবীতে নীলাভ নীলিমায় অগ্নিদীপ্ত হয়ে!

ফেব্রুয়ারি ১৪, ২০১৭
মোহাম্মদপুর, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন