সূচীপত্র

শুক্রবার, জুন ৩০, ২০১৭

কাহারা বুদ্ধিজীবী?

মিন্টু শাহজাদা
কাহারা বুদ্ধিজীবী আর কাহারা বুদ্ধিজীবী নহেন এই নিয়া বেশ কথাবার্তা চলিতেছে ফেসবুকে। ভাল। আমার মতে- যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গের বুদ্ধিতে কিংবা সিদ্ধান্তে অথবা তত্বে/তথ্যে দেশ ও জাতির, প্রকারান্তরে মানব জাতি কিংবা অন্যান্য প্রাণিকূল ও পরিবেশ-প্রতিবেশ এর কল্যান সাধিত হয়, তাহারাই বুদ্ধিজীবী। প্রতিষ্ঠিত কবি কিংবা সাহিত্যিক হইলেই তিনি বুদ্ধিজীবী নহেন যদি তাহার রচিত সাহিত্য কেবল বিনোদন কিংবা মনোরঞ্জনের জন্য রচিত হইয়া থাকে অথবা কোনটাই না হইয়া থাকে এবং সে সাহিত্য যদি সমাজ, রাষ্ট্র কিংবা পৃথিবীতে ধনাত্মক পরিবর্তন না ঘটায়। সে বিচারে বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ, রাজনীতিবিদ, সমাজবিদ, শিক্ষক, চলচ্চিত্রকার এমনকি একজন ব্যাংকারও বুদ্ধিজীবী হইতে পারেন।
তারিখ: ৩০/০৬/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন