সূচীপত্র

বৃহস্পতিবার, জুন ২৯, ২০১৭

দাদা ও বগাদের গল্প


মিন্টু শাহজাদা

ভাতে লবণ খাইবে কি খাইবে না তাহা ঠিক করিতে বিশাল বৈঠকে বসিয়াছে অগা, মগা, বগা, হগা। নানারূপ আলোচনা করিয়া কোনমতেই সিদ্ধান্ত গ্রহণ করিতে পারিতেছে না। অতঃপর দাদাকে ফোন করিয়া পরামর্শ গ্রহণ করিবার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হইল। মগা দাদাকে ফোন করিল।
-হ্যালো, দাদা। কি করছেন?
-ভাত খাচ্ছি গো।
-সাধু! সাধু! খুব ভাল করছেন।আচ্ছা দাদা, আমরা এখানে বসেছি খাবার-দাবারে আমরা আর লবণ খাব কি খাব না সেটা ঠিক করতে। অনুগ্রহ করে আপনি একটু পরামর্শ দিয়ে ধন্য করুন।
-অবশ্যই! অবশ্যই! বলুন, দাদা, কী পরামর্শ!
-সত্যি বলতে কি, আপনাদের স্বীকৃতি নিয়েই তো দু-পয়সা রোজগার করে খাচ্ছি, আপনাদের পরামর্শ ছাড়া আমাদের কি চলে, দাদা? সেবার আপনার সাথে একটা সেল্ফিই তো আমাকে খ্যাতি এনে দিল। তা না হলে এই মগা ভ্যান ঠেলেও কূল পেত না।
-আচ্ছা ঠিক আছে। এবার পরামর্শটা কী সেটা বলুন।
-আচ্ছা দাদা, খাবারে লবণ খাওয়া কি উচিত?
দাদা ভাতে লবণ মাখাইতে মাখাইতে কহিলেন-
-খাবেন না। খাবেন না।নুনে ব্লাড প্রেসার বাড়ে। নুন খাওয়া খুব ক্ষতিকর। নুন পরিহার করুন।
-দাদা, আমরা তো বুড়ো হয়ে গেছি। আমাদের না হয় ব্লাড প্রেসার আছে। তরুণরাও কি খাবে না?
-খাবে না! খাবে না! এখন থেকেই অভ্যেসটা করতে শেখান।
-কিন্তু বহুকাল ধরেই তো এরা খাবারে লবণ খেয়ে আসছে।
-আগে খেত তো কী হয়েছে? এখন খাবে না।
-নিষেধ করলে ওরা শুনবে তো?
-না শোনার কী আছে? শোনার ব্যবস্থা করলেই হয়।
-ঠিক আছে দাদা। আর বলতে হবে না।আপনার মহামূল্যবান পরামর্শ বৈঠকে উপস্থাপন করা হবে।
-ঠিক আছে। একবার এইদিকে আসুন না। আরেকটা সেল্ফি তোলার ব্যবস্থা করে দেব।
-আপনার দয়া! আপনার অনুগ্রহ! আপনি মহামানব দাদা, আপনার পা-ধোয়া জলটুকু রাখবেন। আমি মহাআনন্দে গলাঃধকরণ করে নেব।
-ঠিক আছে। তা হলে ঐ কথাই রইল।
-অবশ্যই! অবশ্যই! ভাল থাকুন আর গরীবের দিকে একটু খেয়াল রাখবেন।
-বাই।
-বাই।
ফোন রাখিবামাত্রই সকলে উৎসুক হইয়া কাউ কাউ করিতে লাগিল- ‘দাদা কী বলল! দাদা কী বলল?’
মগা বলিল- ‘দাদা বলেছে, আর লবণ খাওয়া যাবে না। লবণ ব্লাড প্রেসার বাড়ায়।’
সবাই বলিল-‘বেশ তবে তাই হোক।’ কেবল বগা গলা ফাটাইয়া বলিয়া উঠিল- ‘সে কি করে হয়? যুগ যুগ ধরে ভাতে লবণ খাওয়ার প্র্যাকটিস আছে। লবণ না খেলে শরীরে আয়োডিনের অভাব হবে, মানুষের গলগন্ড হবে, পরবর্তী প্রজন্ম ল্যাংড়া, লুলা হয়ে জন্মাবে।’
সকলে বলিল- ‘ দাদা যা বলেছে, ওটাই ঠিক। তুমি কি দাদাদের চেয়ে বেশি বোঝ, হে? খামোস।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন