সূচীপত্র

মঙ্গলবার, মে ০৮, ২০১৮

রবীন্দ্রনাথ মানুষ ছিলেন

রবীন্দ্রনাথ কিছু মানুষকে দিয়ে গেছেন- উঁচু দরের সাহিত্য, সঙ্গীত, দর্শণ।
কিছু লোককে অনিচ্ছাকৃতভাবে দিয়ে গেছেন - খিস্তি, খাউর। এরা রবীন্দ্রনাথকে না জেনে, না পড়ে, না বুঝে খামাখা তাঁকে পুজা আর খিস্তি খাউর করতেছে।
কিছু লোককে অনিচ্ছাকৃতভাবে দিয়ে গেছেন- চুলকানি। এরাও তাঁকে না জেনে রবীন্দ্রবিরোধী তকমা মাথায় নিয়ে চুলকাচুলকি করতেছে।
আর দিয়ে গেছেন- অসংখ্য প্রতিষ্ঠান যেখানে হাজারো লোকের কর্মসংস্থান হয়েছে, লোকেরা রুটি রুজি করে খাচ্ছে।
রবীন্দ্রনাথ মূলত একজন কবি, লেখক, শিল্পী, দার্শণিক।
রবীন্দ্রনাথ মানুষই ছিলেন এবং রক্ত মাংসের।
রবীন্দ্রনাথ চরম প্রতিভাবান মানুষ ছিলেন।
মানুষই ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন