সূচীপত্র

সোমবার, জুন ২৫, ২০১৮

খেলার ছড়া

খেলা নিয়া মেলা কথা
বন্ধু, তুমি গেলা কোথা?
আসো আসো খেলা দেখি
আমরা তো অকর্মার ঢেকি!
কাম নাই, কাজ নাই
সব খেলাতে ঝাঁঝ নাই।
চলো চলো শুয়ে পড়ি
শুয়ে করি গড়াগড়ি।
কী জানি কী হইল রে
বাইরে শুনি, হা-রে-রে!
অই পল্টু টিভি খোল
এইবার বুঝি হইছে গোল!
গোল গোল গোল গোল
ফূর্তি করে খাবো ঘোল!
ঘোল খাই আর বাজাই খোল
আমরা সবে আধ-পাগল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন