সূচীপত্র

মঙ্গলবার, জুলাই ১০, ২০১৮

সেই বিকলাঙ্গ কুকুরটি

সেই বিকলাঙ্গ কুকুরটি হয়ত প্রান্তরের পথ দিয়ে হাঁটতেছিল।
আমি তখন মতিঝিলে।
বসে বসে মুরগী দিয়ে ভাত খাইতেছিলাম এক থাল।
গিলা-কলিজা। ঝাল!
আর একবাটি ডাল।
এইসব ঝাল হাড্ডি মাংস মটমট শব্দ করে চিবাইতেছিলাম আমি।
কুকুরটি ক্ষুধার্তের বিক্ষোভ নিয়ে ঘেউ ঘেউ করে খোড়াইতে খোড়াইতে
নদীর পাড়ে গিয়া থামছিল? গরম!
নদীর ঘোলা জলে কুকুর তার ছায়া দেখছিল? আমিও দেখছিলাম ছায়া আমার
একবাটি ডালের ভেতরে! আবছা।
এখানে জীবনের ছায়াগুলি আবছা। জীবনও।
কুকুরের।
আমারও।
ঘোলা পানির ভেতরে।
কিংবা ডালের ভেতরে।
আমরাও আবছা- একে অপরের ভেতরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন