সূচীপত্র

শুক্রবার, জুন ২৯, ২০১৮

আহা! আমারও তো ঘুম আসে

আহা! আমারও তো ঘুম আসে,
ঘুম আসে সকালে।
দুপুরেও আসে ঘুম, চোখ ভেঙে বিকালে।
রাত জাগি, কার লাগি? আমি কি রে বিবাগী? 
তারা গুনে বসে থাকে কোন বোকা অভাগী?
ধুর ভাই, এইসব আঁতলামীর একশেষ
রাতে ঘুম, গাঢ় ঘুম, সকালটা জম্পেশ!
আয় ভাই, ঘুমা ভাই, রাত হলে দশটা
না রে ভাই, খেলা চলে, দেখি তো কী কেস টা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন