সূচীপত্র

শনিবার, জুলাই ১৪, ২০১৮

পৃথিবীতে এখনও তো আশা রয়ে গেছে!


মনে পড়ে, এক টলমলে বিলের ধারে
কালো গায়ের জেলেটি ভাগা দিয়েছিল ইচা মাছ!
আমাকে ডেকেছিল কঙ্কালসার জেলেটি, ভেসাল হতে নেমে
কয়েছিল, মাছ নেবে, হে? বিলের জলের রুপোর মাছ?
ভেসাল হতে নেমে এসেছিল বুভুক্ষ জেলে, অসময়ে, মাটিতে।
কাতর!

জেলের বুকের সেইসব অবসন্ন হাহাকার নেমে আসে রোজ,
এইখানে, মানুষের হৃদয়ে!
পৃথিবীরে কয়েছি আমি, অন্তিম হাহাকার করিবার আগে
বিধ্বস্ত হৃদয়ের রূপসীর এলোচুলের ঘ্রান নেমে আসে যেন
দূর হতে, আমার আধাখোলা জানলায়, দক্ষিণের নরম বাতাসে!
পৃথিবীতে এখনও তো আশা রয়ে গেছে!


জুলাই ১৩, ২০১৮
মোহাম্মদপুর, ঢাকা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন