সূচীপত্র

সোমবার, জুলাই ১৬, ২০১৮

সোনা রে, বাঁশতলাতে আসো

সোনা রে, বাঁশতলাতে আসো।
দেখো, এইখানে একটা ডাহুক ডাকে-হুহুম! হুহুম! হুহুম!
আমরা চা'বো জোড়া জোড়া চোখে; বিমর্ষ ডাহুকের দিকে! 
হহসসসস..! ধীরে! ধীরে! ফিসফিসিয়ে!
ডাহুকেরও চোখ আছে! চোখেতে বিমার আছে কিংবা হৃদয়ে!
দেখো, ডাহুকের হৃদয়ের ব্যথা আমাদেরও বুকে বাজে-
হুহুম! হুহুম! হুহুম! হুহুম..
সোনা রে, আমাদের হৃদয়ও তো ডাহুক হয়ে গেছে,
আজ কিংবা বহুদিন আগে!
বাজে- হুহুম! হুহুম! হুহুম! হুহুম!
আমরা এসেছি পৃথিবীতে, একটা হৃদয় সাথে নিয়ে।
আমাদের হৃদয় আছে কিংবা একটা ডাহুক!
হৃদয়েরও চোখ আছে। দ্যাখে- দূরে এবং কাছে।
হৃদয় অন্ধ হবার আগে, বাঁশতলাতে আসো- আস্তে! আস্তে!
দেখো, দুটি হৃদয় কাছে এলে করে- হুহুম! হুহুম! হুহুম!
চলো, এইখানে ক্ষ্যাপাটে বাতাসে মিশে যাক আমাদের হৃদয়,
একে অপরের ভেতরে! ডাকুক- হহুম! হুহুম! হুহুম!

১৬ জুলাই ২০১৮, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন