সূচীপত্র

বৃহস্পতিবার, মে ০২, ২০১৯

পদ্ধতিগত ভুল সবসময়ই উন্নয়নের অন্তরায়

জনপ্রতিনিধিগণ কোথাও ইন্সপেকশনে/ভিসিটে গেলে ঐ এলাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের দায়িত্বায়ত্ব ময়দান, রাস্তাঘাট, ফুটপাথ, টয়লেট, ঘরবাড়ি, যন্ত্রপাতি, উঠান, আসবাবপত্র, পরিচ্ছন্ন করে ফেলে। পুরনো, ভগ্ন, অর্ধভগ্ন সবকিছু নতুন কিছু দিয়ে রিপ্লেসও করা হয়। এটা কিন্তু দোষের নয় বরং সৌজন্যতা। বাঙালির প্রাঙ্গণে মেহমান, মনিব কিংবা কর্তাব্যক্তির আগমনে বাড়তি যত্নআত্তি শিষ্টাচারের মধ্যেই পড়ে। কিন্তু, সেই যত্নআত্তি যদি সত্যকে ধামাচাপা দেওয়ার জন্যে হয় তবে তা ভারি অন্যায়।
জনসাধারণের পয়সায়, জনসাধারণের জন্য ব্যবহার্য, জনসাধারণের জন্য নির্মিত কোনকিছুর পর্যবেক্ষণ, পরীক্ষণ, পরিবীক্ষণ, নিরীক্ষণের জন্য গোপন ও সাডেন ভিসিটের কোনই বিকল্প নাই। নয়ত 'যা' দেখা যাবে, 'তা' 'সঠিক' দেখা যাবে কি না এবং 'দেখা' পরবর্তী 'তা' সম্বন্ধে 'যা' 'মন্তব্য' করা হবে 'তা' 'সঠিক' কিংবা 'হাস্যকর' কিংবা 'প্রহসনমূলক' হবে কি না, সেটা বিরাট 'বিবেচনা'র বিষয়।
পদ্ধতিগত ভুল সবসময়ই উন্নয়নের অন্তরায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন