সূচীপত্র

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০১৯

বাংলাদেশী যেই ছবিগুলি আর্টফিল্ম হিসাবে শ্রেণীকৃত, ওইগুলির টোন, টিউন ভারতীয়

বাংলাদেশী যেই ছবিগুলি আর্টফিল্ম হিসাবে শ্রেণীকৃত, ওইগুলির টোন, টিউন ভারতীয়। সাহিত্যের মতোই। ভারতীয়রা সিনেমাশিল্পে বেশ দক্ষ। কারণও আছে। ওদের বাজার বড়। তাই বাংলাদেশী শিক্ষিত মধ্যবিত্তরা ভারতীয় বই-ই দ্যাখে বেশি।
একেবারে খাঁটি বাংলাদেশী টোন, টিউন দিয়া যত্ন করে সিনেমা বানালে এইদেশের লোকেরা এইদেশী সিনেমাও দেখবে। হলে গিয়েই দেখবে। মনপুরা দেখছে তো।
এই প্রযুক্তির যুগে অ্যাকশানধর্মী, বাণিজ্যিক বাংলাদেশী সিনেমাগুলিও ভাল করতে পারতেছে না। যদিও অ্যাকশনে বেশ প্রযুক্তিগত পরিবর্তন আনা হইছে, তাও ঐগুলি ভারতীয়দের অনুসরণ করেই মনে হয়। পাশাপাশি পাকা আম আর বোতলে ভরা রূপান্তরিত আম কিংবা আমের জুস রাখলে অধিকাংশই পাকা আমই খাবে।
সিনেমাশিল্পে নতুন চিন্তার লোক দরকার। ভারতীয় বই দেখে দেখে শেখা লোকেরা সিনেমা বানাইতে গিয়া সিনেমা ইন্ডাস্ট্রিতে হতাশা সৃষ্টি করতেছে মনে হয়।
এখানে ভাল লোক দরকার, মেধাবী লোক দরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন