সূচীপত্র

শুক্রবার, মে ২৪, ২০১৯

ব্যাংকারদের কেরানি বলে উপহাস করে কারা?

ব্যাংকারদের কেরানি বলে উপহাস করে কারা?
এরা কারা?
'চাষা' 'ক্ষ্যাত' এইসব শব্দকে গালি বানায় কারা?
চাষার বংশধরেরাই তো, নাহ?
তো, বাংলাদেশে চাষা, মজুর, কেরানিদের বংশধররা কি বিলুপ্ত হয়ে গেছে?
বাপের পূর্বপুরুষ কিংবা তাঁর পূর্বপুরুষ কী ছিল একটু জানার চেষ্টাও করা উচিত। সব বের হয়ে যাবে। অনেকের তো সিঁধেল চোরও বের হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন