সূচীপত্র

বুধবার, জুন ২৬, ২০১৯

আমার খেলাধুলা

আমি যখন বালক ছিলাম তখন হাডুডু-তে বেশ ভাল ছিলাম। ফুটবলে মাঝারি গোছের প্লেয়ার ছিলাম। কখনও খুব ভাল খেলতাম, কখনও খুব ফালতু খেলতাম। ব্যাডমিন্টনও খেলতাম রাতে। ওটাতেও একই অবস্থা ছিল। কখনও খুব ভাল খেলতাম, কখনও খারাপ খেলতাম।
দাড়িয়াবান্ধাও খেলতাম চাঁদনী রাতে কিংবা বিকালে। আই ওয়াজ গুড এ্যাট দাড়িয়াবান্ধা। চাঁদনী রাতে প্রায় গভীর রাত পর্যন্ত এটা খেলতাম।
দেখার জন্য হাডুডু, ফুটবল, দাড়িয়াবান্ধা এগুলি আমার কাছে বেস্ট। খেলতেও।
এছাড়া বউচি, গোল্লাছুট, ডাংগুলিসহ নানান খেলা খেলতাম। আরো আগে।

আমার ক্রিকেট খেলতে ভাল লাগলেও দেখতে ভাল লাগে না। আই হেট ওয়াচিং ক্রিকেট অল ডে লং। তবে ক্রিকেট ইস্যুতে দল, মত, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, জ্ঞানী, কমজ্ঞানী, সুস্থ, অসুস্থ, পাগল, সেক্যুলার, আধাপাগলসহ সকল মানুষের বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমে যে একতাবোধ দৃশ্যমান হয়, তা ভাল লাগে।
আই লাভ বাংলাদেশ।
বাংলাদেশের জয় হোক। জয় বাংলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন