সূচীপত্র

শুক্রবার, জুলাই ০৫, ২০১৯

দে হ্যাড পাওয়ার টু ডু সামথিং এক্সেলেন্ট।

চিন্তক/প্রগতিশীল/সৃষ্টিশীল হইতে হইলে মদ খাইতে হয় কিংবা সৃষ্টিশীল মাত্রই মদ খায়- এইটা বিশ্বাস করতে দেখছি আমি অনেককে। মদের আড্ডায় বসতেও দেখছি। হুজুগে আমিও খাইছিলাম দুই একবার। পরে আর কোনদিন খাই নাই।
ভাব নিতে গিয়া দুই একদিন খাওয়ার পর ক্রমাগত মদ খাইয়া নেশাগ্রস্ত হইতে দেখছি আমি। হাতে টাকা আসছে তো চল যাই, খায়া আসি- এমন লোকেদেরও দেখছি।
পরিমিত মদ খাওয়া খারাপ না তা যদি নিয়মিত খাদ্যাভ্যাসে যুক্ত থাকে। তবে এইটা নির্ভর করে বসবাস করার স্থান বা দেশের উপর। কিছু কিছু দেশে মদ খাইতেই হয়। লোকে বলে, অত্যাধিক ঠান্ডা থেকে বাঁচতে মানুষ ড্রিংক করে।
আমাদের দেশে অত ঠান্ডা নাই।
বহুদিন বিদেশে থাকা মানুষ দেশে এসেও খায়। এটা অভ্যাসের কারণেই। এটাও খারাপ না।
এদের দেখাদেখি কিছু এদেশীয় তরুণ মদ খায় এই মনে করে যে আধুনিক, অভিজাত ও স্মার্ট লোক মাত্রই মদ খায়।
সবচেয়ে হৃদয়বিদারক হইল, সুষ্টিশীল, প্রগতিশীল, আধুনিক, স্মার্ট হওয়ার ফ্যান্টাসিতে পড়ে যারা নিয়মিত মদ খাইতে শেখে এবং সে অনুযায়ী আর্থিক সামর্থ্য অর্জন করতে পারে না, তাদের বেশিরভাগের জীবন পরবর্তীতে বেশ খারাপভাবে কাটে। অথচ এদের এরকম জীবন হওয়ার কথা ছিল না।
দে হ্যাড পাওয়ার টু ডু সামথিং এক্সেলেন্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন