সূচীপত্র

রবিবার, আগস্ট ২৫, ২০১৯

আই লাইক রসগোল্লা!

শিশুবেলায় আব্বার সাথে খানখানাপুরের হাটে যাইতাম। আমাকে মিষ্টির দোকানে বসায়ে রেখে আব্বা ব্যাগ নিয়ে হাট করতে ঢুকতো। দোকানদার কাকা আমাকে গরম রসগোল্লা আর পাউরুটি খাইতে দিতেন। অনেকক্ষণ আব্বার দেখা না পাইয়া আমি কান্না জুড়ে দিতাম। চোখের ঝোল, নাকের ঝোল, রসগোল্লার ঝোল একাকার করে আমি খাইতেই থাকতাম, খাইতেই থাকতাম।
বাড়ি গিয়ে মাথা ধরতো রে ভাই!
তারপর, আবার কানতে থাকতাম, কানতে থাকতাম!
বেশি মিষ্টি খেলে মাথা ধরে! অস্থির লাগে।
বাট, আই লাইক রসগোল্লা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন