সূচীপত্র

সোমবার, আগস্ট ২৬, ২০১৯

'ভয়ংকরতমতা'র কারণে অধিকাংশ ক্ষেত্রে মানুষ জয়ী হয়!

বৃহত্তর শক্তির অত্যাচারে মানুষ প্রথমে ভীত হয়, পালিয়ে বাঁচতে চায়। যখন পালানোর কোন উপায় থাকে না, তখন অগত্যা মানুষ ঘুরে দাঁড়ায়! মরণপণ যুদ্ধ করে!
মানুষ যখন বুঝতে পারে যে মৃত্যু অবধারিত, তখন শত্রুর বিরুদ্ধে সে ভয়ংকরতম হয়ে ওঠে!
এই 'ভয়ংকরতমতা'র কারণে অধিকাংশ ক্ষেত্রে মানুষ জয়ী হয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন