সূচীপত্র

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০১৯

ফুটপাত মুক্ত হলে

দেখবেন, ফুটপাত মুক্ত হলে, সুন্দর হলে রাজধানীর মানুষের অসুস্থতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি বহুলাংশে কমে যাবে।
মানুষের মধ্যকার অসিষ্ণুতাও কমে যাবে। লাইনকে লাইন মানুষ আনন্দচিত্তে হেঁটে হেঁটে গন্তব্যে রওনা হবে। সেটা হবে এক সুখী, সুশৃঙ্খল রাজধানীর দৃশ্য! বাংলাদেশের দৃশ্য!
এরপর আসেন, বিনোদনের দিকে। পাড়ায় পাড়ায় সকলের জন্য সুস্থ ও সুন্দর বিনোদনের ব্যবস্থা থাকলে মানুষের বিশেষত যুবাদের বিপথে যাবার সম্ভাবনা অনেক কমে আসবে।
এখনকার কিশোর তরুণেরা প্রথমত রেস্টুরেন্টে গিয়ে বিনোদন খোঁজে। অতঃপর এটা বোরিং লাগলে কেউ কেউ স্মোকিং জোনে ঢোকে, কেউ কেউ ধীরে ধীরে নেশার দিকে ঝোকে।
যাতায়াতের বিশৃঙ্খলা, সময়ের অনিশ্চয়তা মানুষের ব্যক্তিজীবনের বিশৃঙ্খলা ঘটায়। কর্মক্ষমতা আর আয়ু সংকুচিত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন