সূচীপত্র

শুক্রবার, নভেম্বর ০১, ২০১৯

গেরাইম্মা ভাষা

সেদিন এক বন্ধু বলল, দোস্ত, ফেসবুকে তুমি গেরাইম্মা ভাষায় লেখো কেন?
আমি বললাম, অফিস আদালতে প্রমিত ভাষায় লেখি তো, তাই অন্তত ফেসবুকে গেরাইম্মা ভাষায় লেখে হাফ ছেড়ে বাঁচি।
তাছাড়া, আমি তো আগা গোড়া গেরাইম্মা-ই।
প্রমিত, অপ্রমিত, গেরাইম্মা, টাউইন্না কোন ভাষায়ই আমার খারাপ লাগে না। তবে ঢঙ্গী ভাষা, মানে বলদা ভাষা অর্থাৎ বাংলা ইংরেজি মিশায়া যে ভাষা [কিছু কিছু রেডিও জকিদের 'টাইপ' ভাষা] আমার অপছন্দ।
এরা তো তাড়নজাত ধ্বনির বংশীয় মান, ইজ্জত সব মাইরা দিছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন