সূচীপত্র

মঙ্গলবার, নভেম্বর ০৫, ২০১৯

কোদালের বিরুদ্ধে কোদাল

ক্যাম্পাস উত্তাল হইছে।
পাকিস্তান আমলে পাকিস্তানীদের বিরুদ্ধে উত্তাল হইতো। এখন নিজেরা নিজেদের বিরুদ্ধে উত্তাল হয়।
কবিরা কবিতা লেখেন-
কোদালের বিরুদ্ধে কোদাল
বটির বিরুদ্ধে বটি
কাস্তের বিরুদ্ধে কাস্তে...
এইভাবে,
কোদালের হাতল বদলায়
বটির পিঁড়ি বদলায়
কাস্তের হাতল বদলায়
কোদাল কোদালই থাকে
বটি বটি-ই থাকে
কাস্তে কাস্তে-ই থাকে।
একদিন সকাল হলে দেখি,
কোনকিছুতেই আর ধার নাই।
সব ভোঁতা!
সব ভোঁতা!
সব ভোঁতা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন