সূচীপত্র

রবিবার, নভেম্বর ১০, ২০১৯

কবি সাহিত্যিক হতে হলে গরীব হতে হবে, এগুলো কারা আবিষ্কার করছে?

নাচ গান কি সাহিত্য থেকে আলাদা?
নাচে গানেও তো সাহিত্য আছে কিংবা সাহিত্যে নাচ গান আছে। নাকি নাই?
কতিপয় বিদেশী সাহিত্যিক ঢাকা লিট ফেস্টে এসে বাংলা গানের তালে তালে নেচেছে। এই নিয়ে আপনারা ট্রল করছেন। কেন রে ভাই? সাহিত্য উৎসবে নাচা নিষেধ? গাওয়া নিষেধ?
তো, সাহিত্য উৎসবে এসে, ঝোলা কাঁধে উদাস হয়ে ঘুরতে হবে? ডিলিউশনাল ফেইস নিয়ে গম্ভীর হয়ে বসে থাকতে হবে?
সাহিত্যে এই সমস্ত ধারণা ঢোকাইছে কারা?

কবি সাহিত্যিক হতে হলে গরীব হতে হবে, ছন্ন ছাড়া হতে হবে, এলিট হওয়া যাবে না, এগুলো কারা আবিষ্কার করছে?
শোনেন, দুনিয়াবী কাম কাইজ বাদ দিয়া, উৎপাদন, উন্নয়নে হাত না লাগাইয়া, কবি, সাহিত্যিকদের সারাজীবন ফকির, দরবেশ হয়ে কাটাতে হবে কেন?
কে শিখাইছে এগুলা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন