সূচীপত্র

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২০

আপনি 'দাস পর্যায়ে' আছেন।

'অনেক পোস্টেই আপনি লাইক দিতে চান কিন্তু দিতে পারেন না। আবার অনেক পোস্টেই আপনি লাইক দিতে চান না কিন্তু দিতে হয়।'
যখন আপনার অবস্থা এরকম, তখন বুঝবেন আপনি 'দাস পর্যায়ে' আছেন।
বিশেষত শিল্পে, সাহিত্যে এই দাসত্ব থেকে বের হতে হলে আপনাকে 'দলছুট' হয়ে থাকতে হবে। দলছুট সবাই হইতে পারে না। এর জন্য ভরপুর আত্মবিশ্বাস, প্রজ্ঞা থাকতে হয়।
একবার দলছুট হবার পর আপনি দেখবেন আপনি 'নির্বাণ' লাভ করছেন। আপনি আরো দেখবেন যে, এতদিন আপনার মস্তিষ্কে আপনারই শত্রুর নানারকম বীজ আপনি বপন করে যাচ্ছিলেন, বহু পরিচর্যা করে সেগুলিকে ফলাচ্ছিলেন। দিনের পর দিন অন্য মস্তিস্কেও সেগুলি ছড়িয়ে দিচ্ছিলেন।
একদিন বাড়ির পাশের পুকুরে যান। ডুব দিন। এইসব 'ঘোর' থেকে বের হয়ে গিয়ে নিজের কাজে, নিজেদের কাজে লেগে পড়ুন।
খোদা আপনার সহায় হোন। আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন