সূচীপত্র

শুক্রবার, ফেব্রুয়ারী ২৮, ২০২০

ভাই, বইমেলায় যান?

-ভাই, বইমেলায় যান?
- যাইতে পারি নাই। দেখি। অবসর পাইলে যাইতে পারি।
- কন কী! ঘরের কাছে এত বড় একটা মেলা হইতেছে! কত লোক দূর দূরান্ত থেকে আসতেছে। আপনি যান নাই! কত কত লেখক, কবির সাথে দেখা হইতো!
- দেখো, বই মেলায় যাওয়া ভাল। বই কিনতে যাওয়ার জন্যেও ভাল, ঘুরতে যাওয়ার জন্যেও ভাল। আমি যে যাই না, তা নয়। অবসরে বেশ কয়েকবার গেছি। বই-ও কিনছি। আর এই যে বললা- লেখক, কবিদের সাথে দেখা হওয়ার কথা, তাঁদের সাথে দেখা হওয়ার আমার কী কাজ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন