সূচীপত্র

রবিবার, মার্চ ০৮, ২০২০

মানুষকে নতুন করে 'মানুষ' হওয়ার দরকার নাই।

মানুষকে নতুন করে 'মানুষ' হওয়ার দরকার নাই। আপনি যখন নারীকে 'মানুষ' হইতে বলেন, তখন আপনি 'নারী' হওয়াকে 'অবজ্ঞা' করেন। নারী তো মানুষ-ই আছে। পুরুষও। ছিল। আছে। থাকবেও। নারী নারীই থাকুক। মানুষ হিসেবে এই ধরাধামে 'নারী'র যা অধিকার তা সে পুরোপুরি অর্জন করুক। ভোগ/উপভোগ/আদায় করুক। আপনি বরং নারীর যা হক তার প্রতিবন্ধক না হন। আপনি পুরুষ 'পুরুষ'ই থাকুন। বরং সুপুরুষ, মানে ভাল পুরুষ হোন। ভাল পুরুষমাত্রই নারীর হক আদায়ে সচেষ্ট থাকেন। তেমনি ভাল নারীমাত্রেই পুরুষের হক আদায়ে সচেষ্ট থাকেন।
এখন বলি মানুষ কী।
পাপ, পূণ্য, সুখ, দুঃখ, রাগ, ক্রোধ, বিবেক, বুদ্ধি ইত্যাদি দোষ, গুণ আছে যাদের তারা মানুষ। মানুষের অপরাধ থাকে। পশু, পাখি, গাছপালা, মানে প্রকৃতির কোন অপরাধ থাকে না। সুতরাং মানুষকে 'মানুষ' হইতে বলা বলদামী। নারীও মানুষ, পুরুষও মানুষ, তৃতীয় লিঙ্গও মানুষ। মানুষের সব পরিচয়ই সম্মানের।
মানুষ নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ যা-ই হোক, 'ভাল মানুষ' হওয়াটাই জরুরী। বলদামী কর্মকান্ড, চিন্তা ভাবনা, তত্ত্ব, তথ্য জরুরী না।
নারী, পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা, প্রাণ-প্রকৃতি, ধর্ম, বর্ণ, দল, মত, সম্প্রদায় প্রভৃতি আইডেন্টিটিকে সম্মান করে, ভালবেসে, সকলে মিলে শান্তি ও সৌহার্দপূর্ণ বসবাসের চেষ্টা করা বরং জরুরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন