সূচীপত্র

বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২০

ভাষা আন্দোলন কেন হয়েছিল?

ভাষা আন্দোলন কেন হয়েছিল?
ভাষা দিবসে প্রভাতফেরীতে ফুল দেওয়ার জন্য?
কেবল ভাষা আন্দোলনের থিম সং গাওয়ার জন্য?
ভাষা দিবসে 'ভাষা সংক্রান্ত' 'আধুনিক গান' গাওয়ার জন্য?
নাকি এই বাংলার মাটির গান গাওয়ার জন্য?
মায়ের ভাষায় প্রাণ ভরে কথা বলার জন্য?
মায়ের ভাষায় হাসি, আনন্দ, দুঃখ প্রকাশের জন্য?
এমনকি মায়ের ভাষায় গালিও দেওয়ার জন্য?
আজ ভাষা আন্দোলনের এত বছর পর আপনারা 'ঠিক করে' দিচ্ছেন আমাদেরকে কিভাবে কথা বলতে হবে, কী কী গান গাইতে হবে?
কেন?
কে শিখাইছে এসব আপনাদের?
কোথায় শিখছেন এসব?
জানেন তো, ভাষা 'ঠিক' করে দেওয়ার বিরুদ্ধে, গান 'ঠিক করে' দেওয়ার বিরুদ্ধেই আন্দোলন হয়েছিল। রক্ত দিয়েছিল আমাদের ভাইয়েরা।
আমি তো, তৎকালীন 'ঠিক করে' দেনেওয়ালা আর বর্তমানে 'ঠিক করে' দেনেওয়ালেদর মধ্যে কোন পার্থক্য খুঁজে পাই না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন