সূচীপত্র

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৬

ভোর হয়ে কী লাভ?

    মিন্টু শাহজাদা
  
কালো রাত শেষে এসেছিল ভোর।
সারাটি রাত ঘুমাতে পারেনি বলে
সরল চড়ুই পাখিটি ঝিমায় খড়কুটোর ঘরে।
ভোর হয়ে কী লাভ? ঘুম জড়ানো চোখে
পৃথিবীটা আবছা দেখা যায়! আবার হয়ত
কালো আঁধারে পৃথিবীটা ঢেকে যাবে পরে!
কাকতাড়ুয়ার মাথার ভেতরের আঁধারের মতোন
অবসন্ন মহাকাল আটকে যাবে অন্ধকার ঘরে।

মানুষেরাও আটকে গেছে গোলকধাধায়!
মহাকাল আটকে য়াবে বলে, চড়ুই পাখিটি
অনবরত ঝিমায় খড়কুটোর ভেতর
অবসাদের পাখনাগুলির খেলা বন্ধ করে দিয়ে,
ঠক ঠক করে কথা কয়ে্ ওঠে মাঘের শীতে!
আকাশ নিভে যেতে আর কত দেরি?

স্যাঁতসেঁতে পৃথিবীতে ক্লান্ত মানুষেরাও
কথা কবে নাকো আর; পৃথিবীর মায়া
শেষ হলে পরে, সাঁঝবেলার নৌকোরাও
পাল খুলে উড়িয়ে দেবে শ্রান্ত বাতাসে।
ক্লান্ত পৃথিবী নিভে যাবে বলে, মানুষেরাও
ঝিঁমায় ভোর হলে পরে; আবছা পৃথিবীর
শরীর ফুরিয়ে এলো মাঘ মাসের শীতে!
ভোর হয়ে কী লাভ?অবসাদের পাখনাগুলির
খেলা বন্ধ করে দিয়ে, অবসন্ন মহাকাল
ঝিমায় কাকতাড়ুয়ার খুলির অন্ধকারে।



 ১৫/০৯/২০১৬
মোহাম্মদপুর, ঢাকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন