সূচীপত্র

সোমবার, জুলাই ১০, ২০১৭

আপনি যা, আপনি তা-ই

মিন্টু শাহজাদা

যখন হাসবেন, সমস্ত হৃদয় দিয়েই হাসুন। কান্না পেলে হৃদয় থেকেই কাঁদুন।মন খারাপ হলে মনটাকে খারাপ হতেই দিন। জোর করে ভাল করার চেষ্টা করবেন না। রাগ হলে রেগে যান। ক্ষোভ পুষে রাখবেন না। ঝেড়ে দিন। জীবনটা সরলই। একে জটিল করে কী লাভ?

আপনি যা, আপনি তা-
কৃত্রিমতা এড়িয়েই চলুন, নয়ত অসুস্থ হয়ে যাবেন তো। যাদের জন্য সবকিছু চেপেচুপে রাখবেন, অসুস্থ হলে এক শালাও এগুবে না। জীবন আপনার। যাপন আপনিই করুন। আপনি যা, আত্মবিশ্বাসের সাথে নিজেকে সেভাবেই প্রকাশ করুন। এটাই তো ব্যক্তিত্ব। ব্যক্তি থেকেই ব্যক্তিত্ব। ব্যক্তি মানে Individual, স্বতন্ত্র। আপনি যখন স্বতন্ত্র নন, আপনি তখন ব্যক্তি নন, পুতুল। আপনি তখন কৃত্রিম, ব্যক্তিত্বহীন

জুলাই ১০, ২০১৭, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন