সূচীপত্র

বুধবার, জুলাই ১২, ২০১৭

এদেশ তোমার আমার

মিন্টু শাহজাদা

যাহারা এই দেশে ভাল কিছু খুঁজিয়া পাইতেছেন না, সর্বক্ষণ ইহা নাই, উহা নাই, ইহা ভাল নহে, উহা মন্দ। পাহাড় সমান হতাশা, ব্যথা, ক্ষোভ লইয়া জোরপূর্বক দিনাতিপাত করিতেছেন, হাসফাস করিতেছেন, ক্রমাগত দীর্ঘশ্বাস ছাড়িতেছেন, তাহাদিগের প্রতি আমাদিগের সমবেদনার শেষ নাই। আমাদিগের ( আমরা যাহারা নিজদিগের যাহা আছে তাহা লইয়া তুষ্ট, যাহা ভবিষ্যতে অর্জিত হইবে তাহার আশায় আশান্বিত, ক্রমাগত প্রগতিলাভের উদ্দেশ্যে কর্মময় কিংবা যাহা হারাইবার আশংকা রহিয়াছে তাহা লইয়া শঙ্কিত, যাহা কেহ কাড়িয়া লইতে চাহে তাহার ন্য অতন্দ্র প্রহরী- ’বিনা যুদ্ধে নাগি দিব সূচাগ্র মেদিনীদর্শণ ধারণপূর্বক যুদ্ধংদেহি ) যদি ক্ষমতা থাকিত, তাহা হইলে আপনাদিগকে খুশি করিবার চেষ্টা করিতাম। যদিও কী পাইলে, কী পরিমানে পাইলে আপনারা খুশি হইবেন, তাহা আমাদিগের জানা নাই (মহান সৃষ্টিকর্তার জানা থাকিবে নিশ্চয়) তথাপি চেষ্টা করিতে দোষ কি?
এই বাংলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান সকলে মিলিয়া ষোল কোটি মানুষ আমরা।পরস্পরের ভিতর মমতা মাখাইয়া, গলাগলা ধরিয়া, ভালবাসিয়া পথ চলি। আমরা সকলে চাষবাস করিয়া, কলের চাকা ঘুরাইয়া, কুলি মজুরী করিয়া, ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি কত কি করিয়া বাঁচিয়া রহিয়াছি। তবুও তো ভালবাসি আমাদিগের প্রাণের মাতৃভূমি, মা-কে। দেশ তো আমাদিগের এবং আমাদিগেরই। আমরা ভালবাসিয়া গাই- ’ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার!’ আমরা গাহিতেছি- ’কী শোভা! কী ছায়া গো! কী স্নেহ! কী মায়া গো! কী আঁচল বিছায়েছ …!’ এই যে মমতা, মায়া। এইখানে ব্যতিরেকে আর কোথায় পাইব? আমরা আমাদিগের প্রাণের দেশকে বড় ভালবাসি। আপনারা দুই কলম লেখাপড়া শিখিয়া, দুই একবার এদেশ-ওদেশ ঘুরিয়া, পান্ডিত্য জাহির করিবার উদ্ধেশ্যে যখন এই মমতাময়ী মাতৃভূমি তাহার সীমাবদ্ধতার উদাহরণ টানিয়া ভিন ভূমির সহিত তুলনা করেন, তখন আমাদিগের বড় আঘাত লাগে, কষ্ট হয়। মায়ের তুলনা আমাদিগের বুকে হুল হইয়া বিঁধে, আমরা কষ্ট পাই। তথাপি আপনাদিগের প্রতি অামাদিগের ভালবাসার শেষ নাই। আমরা আপনাদিগকেও বড় ভালবাসি। তবুও কী পাইলে, কী পরিমাণে পাইলে আপনারা সন্তুষ্ট হইতেন, আমরা যদি তাহা জানিতাম, তবে অামরা এই দেশের ষোল কোটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান সকলে মিলিয়া ভালবাসিয়া একবার চেষ্টা করিয়া দেখিতাম। আপনাদিগের শান্তিই তো আমাদিগের শান্তি!


জুলাই ১২, ২০১৭, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন