সূচীপত্র

শনিবার, জুলাই ০৮, ২০১৭

বানাইনা গল্প দিয়া ইতিহাস হয় না

মিন্টু শাহজাদা
বানাইনা গল্প দিয়া ইতিহাস হয় না। আপনি আপনার মনগড়া গল্প দিয়া গল্প লিখিতেছেন, আবার ইহাকে ঐতিহাসিক গল্প বলিয়া চালাইয়া দিতেছেন।
ইতিহাসের অনুষঙ্গ প্রবেশ করাইয়াছেন ঠিকই কিন্তু একটু ঘুরাইয়া পেঁচাইয়া, রঙ-রস মিশাইয়া, ইচ্ছাকৃতভাবে ও কৌশলে সত্য ঘটনা হইতে বিচ্যূত হইয়া, আপনি আপনার ব্যক্তিগত ধারণা, বিশ্বাস ও অভিসন্ধি চরিতার্থ করিতেছেন। বলিতেছেন- ইহা ইতিহাস, ইতিহাস আশ্রয়ী গল্প, ঐতিহাসিক গল্প।
আপনার মত ঠক, ইতর, প্রতারক কমই হয়। ইহাও সন্ত্রাস। সাহিত্য সন্ত্রাস।
০৮/০৭/২০১৭, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন