সূচীপত্র

রবিবার, মে ২৭, ২০১৮

আমাদের চেয়ার নাই

জমিদারের পোলাগুলি চেয়ার নিয়া গেছে কাল, মাইয়াগুলিও।
আমাদের চেয়ার নাই। আমরা মাটিতে হামু দিয়া ধান নিড়াইতেছি খালি
পাকলে পরে ধান, আমরা কাটতেছি, মলন দিতেছি গরুর সাথে।
আমাদের ঘাম হয়, পিপাসা লাগে পানির, খিদা লাগে খুব!
চেয়ারে বইসা উত্তুরে হাওয়ায় আমাদের একটু জিরাইতে মন চায়!
আমাদের চেয়ার নাই। হামু দিয়া আমরা ক্ষ্যাত নিড়াই, ধান ফলাই-
সোনার ধান! আমাদেরও চেয়ারে বসতে মন চায়, উত্তুরে হাওয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন