সূচীপত্র

রবিবার, মে ২৭, ২০১৮

বকেরা কোথায় যায়?

ক্ষ্যাতের আগায় একটা বকপক্ষি বইসা রইছে দেখছিলাম।
ক্ষ্যাতেরও আগা আছে যেমনি ইতিহাসের থাকে।
কোঁদাল কিংবা লাঙল দিয়া কাইটা লোকেরা ক্ষ্যাতের আগা বাড়ায়
ইতিহাসও কাটা যায়, বাড়ান যাইতে পারে কিংবা ক্ষমতার চাপা দিয়া
কমান যায় যেমনে বড় কৃষক ছোট কৃষকের ক্ষ্যাতরে চাপাইতে চাপাইতে
কমায়া ফালায় কিংবা দখল কইরা ফালায়। দাগ নং, মৌজা কিংবা জোত
নিশ্চিহ্ন কইরা ফালায় নতুন রেকর্ডে। এইভাবে ক্ষ্যাত কিংবা ইতিহাস
দখল হইবার পর বকপক্ষি উইড়া যায় কোথায় জানি।
আর আসে না। বসে না ক্ষ্যাতের আগায় কিংবা ইতিহাসের।
বকেরা কোথায় যায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন