সূচীপত্র

বুধবার, মে ৩০, ২০১৮

আলোর সমুদ্র আমি দেখি নাই কোনদিন

তোমার চোখে এত অন্ধকার ক্যা?
আলো বাইর হবে ভাইবা বইসা রইছি মাচালির উপর।
মাচালিতে বইসা দেখি- তুমি উঠান ঝাড় দিতেছো!
কী সুন্দর তোমার উঠান! তোমার গাল! তোমার চোখ!
ছ্যাচড়ায়া ছ্যাচড়ায়া যাইতেছে তোমার শাড়ি, নীল রঙের!
তোমার চোখ থেকে আলোর সমুদ্র বাইর হয়া আসুক।
মাচালির উপর থেকে আমি আমি ঝাঁপ দিয়া পড়মু।
সমুদ্রে!
আলোর সমুদ্র আমি দেখি নাই কোনদিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন