সূচীপত্র

রবিবার, মে ২৭, ২০১৮

ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু

আল্লাহু আকবার! আল্লাহু আকবার! কয়ে-
মুয়াজ্জিন আযান দিবার পর
আমার ঘুম ভাঙে না।
আমারে শয়তানে ধরছে বহুদিন আগে।
গা টিপে টিপে শয়তান আমারে ঘুম পাড়ায়ে রাখে।
এইভাবে ঘুমাইতে ঘুমাইতে আমার নেইলদাড়া ব্যাকা হয়,
ব্যাকা হয় আমার ঘাড়। আমার মনটাও ব্যাকা হইছিল
অনেকদিন আগে। মনের ভিতরে শয়তানের পোকা বাছতে বাছতে
আমারও ক্লান্ত লাগে। ঘুম আসে আমার। আমি তো ঘুমায়া আছি বহুদিন!
ব্যাকা মন নিয়া ঘুমাইতে ঘুমাইতে আমি শয়তানের পোকা বাছি
ঘুমের ভেতরে। অনাদিকালের ঘুমের জেরে আমার ক্লান্ত লাগে ফের!
আমি ক্লান্ত!
'ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন