সূচীপত্র

বৃহস্পতিবার, মে ২৪, ২০১৮

আশি বছর বয়সেও এক একটা বাল হইয়া রহিল

অতঃপর কেহ কেহ বিজ্ঞানে পিএইচডি করিয়া শিল্প সাহিত্যের ঠগ বাছিতে বাছিতে দিনাতিপাত করিতে লাগিলেন। তাঁহারা না করিলেন বিজ্ঞান রচনা, না করিলেন শিল্প- সাহিত্য। 
মজুর আর চাষাগণ ভাবিলেন- এই লোকেরা আমাদিগের ঘাম ঝরানো পয়সাগুলি নির্মমভাবে গাঙ্গে ফেলিয়া দিয়া এক একটা গোল আলু উপহার দিয়া চিরনিদ্রায় সায়িত হইতেছে।
পরের প্রজন্ম এই গোল আলুগুলি ব্যবচ্ছেদ করিয়া যারপরনাই চিন্তিত হইয়া পড়িয়াছে। ইহারা ভাবিতেছে- ইহা কি আলু নাকি রহস্য? আহা কী অপার রহস্য! 
এইভাবে ইহারা গোল আলু গবেষণায় বৃদ্ধাবস্থায় নিপতিত হইলেও ইহাদের বালত্ব ঘুচিল না। ইহারা বরং আশি বছর বয়সেও এক একটা বাল হইয়া রহিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন