সূচীপত্র

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

তরমুজের হাটে গিয়ে

আমারও রক্তচাপ বাড়ে তরমুজের হাটে গিয়ে।
আমি তো তরমুজ খাই না, প্রভু!
তবুও তরমুজের হাটে যাই। রক্তচাপ বাড়াই।
বিধি, আমারে তুমি তরমুজের হাটে ন্যাও ক্যানে?
আমি তো ভাতের কাঙাল, সাথে আলু সেদ্ধ, নুন।
আমারে বরং দুটা ভাত দ্যাও।
ভাত খাইয়া ঘুমাইবো আমি। তরমুজের মাথাঅলাদের
তরমুজের হাটে আমারে নিও না, বিধি।
আমারে বরং দুটা ভাত দ্যাও।
ভাত খাইয়া ঘুমাবো আমি। নিভৃতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন