সূচীপত্র

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

চোত্রার পাতার হাটে আর যাব না আমি

হাট বসাইতেছে লোকেরা।
হাটে তো চাল, ডাল, তেল নাই
নুন, মরিচ, আটাও নাই।
নাই কোন ফল। ফুলও নাই।
বেতের ফল, ধুতুরার ফুল আর চোত্রার পাতার
পসরা সাজাইয়া হাট বসাইতেছে সবে।
এইসব চোত্রার পাতার হাটে
আমিও যাইতেছি যেন। ঘুরতেছি।
সোয়া কেজি চাল আর এক পোয়া আলুর খোঁজে।
বেতের ফল, ধুতুরার ফুল আর চোত্রার পাতার ভিড়ে
আমিও খুঁজতেছি আমন ধানের লাল চাল, সোয়া কেজি।
আলুও চাইতেছি- এক পোয়া। পাইতেছি না।
এইভাবে আমি হাটে যাইতেছি, আবার ফেরত আসতেছি।
সারা গায়ে চুলকানি নিয়ে ঘরে ফিরতেছি যেন। বার বার।
চোত্রার পাতার হাটে আর যাব না আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন