সূচীপত্র

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

আমাদের নুন কই?

রাজা কৃষ্ণচন্দ্রের দেশে গোপালভাড় হাঁটে।
হাঁটে গোপাল, যায় হাটে।
আমরাও হাঁটি, হাটে যাই। আমাদেরও হাট বসে।
সোয়া কেজি চাল, এক পোয়া আলু নিয়ে বাড়ি আসি।
দেখি, ঘরে নুন নাই।
আমাদের নুনের বড় অভাব!
নুন আনতে গিয়ে দেখি পান্তা ফুরাইয়া গেছে কবে!
আমাদেরও পান্তা খাইতে সাধ হয়, নুন দিয়ে।
নুন ফুরিয়ে গেছে বহুদিন।
হাটে, বাজারে নুন নাই কবে থেকে।
মহারাজ, একটু নুন চাই।
আপনার রাজগুদামের সকল নুন নিয়ে যেতেছে
সব চাটুকারের দল। সকালে। বিকালে। সাঁঝে।
আপনার নুন যোগাতে গিয়ে আমাদরর শরীর দিয়ে
নুন বের হয় ঘামের সাথে। আমরাও তো নুন পাই, জাঁহাপনা!
আমাদের নুন কই?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন