সূচীপত্র

মঙ্গলবার, মে ১৫, ২০১৮

ছাগলের পাল দাবড়ায় গরুরে!

ছাগলের পাল দাবড়ায় গরুরে!
খোয়াড়ের ভেতর।
নিরীহ গরুরে একলা পেয়ে দাবড়াইতেছে ছাগলগুলি! বহুদিন।
এইসব ছাগলগুলি দাবড়ায়, গরুরে। ছাগলদের খোটা আছে।
খোটা আছে বলে ছাগলগুলি ভাবে- আহা! গরু দাবড়ানো কী গর্বের!
গরুরও তেজ আছে বরং। বড় খোটাও আছে।
হাম্বা কইয়া গরু ডাক দিবে একদিন।
খোয়াড়ের বাইরের গরুগুলিও আসবে ছুটে।
পিষে মারবে ছাগলের পালরে, খোটাসহ।
ছাগলতন্ত্রের অবসান হবে ফের।
নিরীহ গরুগুলি ঘাস খাবে আবার। খোয়াড়ের ভিতরে। বাইরেও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন