সূচীপত্র

শনিবার, জুলাই ০৮, ২০১৭

সাংস্কৃতিক আগ্রাসন বলিয়া কিছু নাই

মিন্টু শাহজাদা
সাংস্কৃতিক আগ্রাসন বলিয়া কিছু নাই। কোন জাতির শিল্প ও সাংস্কৃতিক মেধাবীরা যখন ঘুমাইয়া থাকে কিংবা জীবন যাপনের জটিল প্রক্রিয়ায় আক্রান্ত হইয়া সাংস্কৃতিক চর্চা হইতে ছিটকাইয়া পড়ে, তখন সে জাতির মধ্যে এক ধরণের সাংস্কৃতিক শূন্যতা তৈরি হয়। এই সুযোগে অমেধাবী কিংবা কুমেধাবীরা জাতির সংস্কৃতির হাল ধরিয়া তাহাকে বিপথে কুপথে লইয়া যাইতে থাকে। সাধারণেরা দিশা না পাইয়া ভিন জাতির মেধাবীদের সংস্কৃতিকে (উহা তাহাদিগের নিজস্ব) আঁকড়াইয়া ধরিয়া বাঁচিতে চেষ্টা করে। তাহাদিগের অনুসরণ করে, অনুকরণ করে। এই অবস্থা হইতে যদি আশু পরিত্রাণ না ঘটে এবং ক্রমাগত এইরকম চলিতেই থাকে, তাহা হইলে ধীরে ধীরে সে জাতির সংস্কৃতির অপমৃত্যু হয়। ইহা কোন আগ্রাসন নহে, ইহা কেবল উক্ত জাতির সাংস্কৃতিক ব্যর্থতা মাত্র।
ঢাকা, ০৮/০৭/২০১৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন