সূচীপত্র

মঙ্গলবার, জুলাই ০৪, ২০১৭

সাহিত্য ও ব্যবসা

মিন্টু শাহজাদা
সাহিত্য চর্চার পাশাপাশি ব্যবসা করা কঠিন হইতে পারে। তবে বোধকরি, ব্যবসা করিবার পাশাপাশি সাহিত্য কিংবা বুদ্ধিচর্চা কঠিন নাও হইতে পারে। যাহারা ব্যবসা করিবার পাশাপাশি সাহিত্য কিংবা বুদ্ধির চর্চা করেন, ব্যবসায়িক হিসাবে তাহারা বেশ সফল। ব্যবসায়িক সাহিত্যিকগণ যাহা কিছুই করেন (চেতনে কিংবা অবচেতনে), তাহার ভিতরে ব্যবসায়িক প্রসারের জন্য সূক্ষাতিসূক্ষ বিপনন কৌশল লুকায়িত থাকিতে পারে ! ইহাও এক ধরণের পলিসি। ইহা বেশ ফলদায়ক পলিসিই বটে। খুব ভাল।
০৪/০৭/২০১৭, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন